সিলেটশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ঘোষণাকে চ্যালেঞ্চ করে পাল্টা ঘোষণা ইউনাইটেড উলামা কাউন্সিলের

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

 নিউইর্য়ক প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের ঘোষণাকে চ্যালেঞ্চ করে পাল্টা ঘোষণা আমেরিকার ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ।
কাউন্সিলের নেতারা পবিত্র নগরী জেরুসালেমকে ফিলিস্তিনিদের শহর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ এর পক্ষে সভাপতি  মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীএবং সেক্রেটারী সায়য়ীদ মাওলানা ফাহাদ হোসাইন এক যৌথ বিবৃৃতিতে এই ঘোষণা দেন।
এতে বলা হয়, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের সাথে একমত নই। আমরা জেরুসালেমকে ফিলিস্তিনের শহর ঘোষণা করছি। যুক্তরাজ্যের সকল নাগরিককে আমরা এই ঘোষণা সমর্থন করার আহবান করছি। ইতিহাসের সত্যকে সমর্থন করার আহবান করছি।
পরিশেষে, ইউএসএ নাগরিকদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে হোয়াইট হাউস ও কংগ্রেসে প্রেরণ করে ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ।