সিলেটশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থি ও সাংঘর্ষিক: ওআইসি

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০১৭ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি।

এছাড়া, ট্রাম্পের এ ঘোষণার মধ্যদিয়ে বায়তুল মুকাদ্দাসে ইসরাইলের দখলদারিত্বকে বৈধতা দেয়া যাবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে মুসলিম দেশগুলোর বৃহত্তম এ সংস্থা এসব কথা বলেছে।

 

ওআইসি আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কথিত শান্তি আলোচনার প্রক্রিয়ায় আমেরিকা এতদিন যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল তা ধ্বংস হবে এবং আমেরিকার এ অবৈধ ঘোষণায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক ও ইসলামি পরিচিতি মুছে যাবে না। সংস্থাটি বলেছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।