সিলেটসোমবার , ১১ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার সাথে জমিয়তের সাক্ষাত নিয়ে জুনাইদ আল হাবিব যা বলেন

Ruhul Amin
ডিসেম্বর ১১, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামাযে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ২০ দলয়ি জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সম্প্রতি সাক্ষাত করেছেন। এই সাক্ষাত নিয়ে সামাজিক সাইটে নানা অপপ্রচার চলছে। এবিষয়ে syed Anuwar Abdullah একটি পোষ্ট দেন। ঐপোষ্টের জবাবে জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুরাইদ আল হাবিব এর আইডি থেকে (Zunaid Al Habib ) যে জবাব দেয়া হয়েছে তা হুবহু সিলেট রিপোর্ট এর পাঠকদের সামনে তুলে ধরা হলো:

আপনাকে ধন্যবাদ, সব কিছু ভালো করে যেনে তার পরই লিখা দরকার।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহসচিব, আল্লামা নুর হুছাইন কাসেমী দাঃবাঃ এর নেতৃত্বে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে গিয়েছিল অপর পক্ষের বদনাম, সমালোচনা বা নেত্রীকে মিমাংসার দায়িত্ব দেওয়ার জন্যে না।
মজলিসে আমেলার মিটিং এর ৭/৮ দিন পুর্বে থেকেই কিছু বিষয়ে নেত্রীর সাথে মতবিনিময়ের জন্যে তারিখ ও সময় নেওয়া হয়েছিল।

ক/নেত্রীর বিরোদ্ধে একের পর এক মামলা, গ্রেফতারী পরোয়ানা ও হয়রানির ব্যাপারে জোটের শরিক দল হিসেবে সহানোভুতি পেশ করা।
খ/ বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ চলমান দেশ ও জাতির বহুমখী সংকট নিয়ে আলোচনা করা।
গ/”মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মাকদাস ইয়াহুদীদের রাজধানি” ট্রাম্প কর্তৃক ঘোষনার ব্যাপারে বিএনপির মতামত যানা।
ঘ/তত্বাবদায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচনের ব্যাপারে আন্দোলনের ক্ষেত্রে জোটকে আরো শক্তিশালী ও সম্প্রসারন করা।
ঙ/জাতীয় নির্বাচনে জোটের অন্তর্ভুক্ত দলগুলুকে যথাযত মূল্যায়নের মাধ্যমে যুগ্য প্রার্থি নির্বাচন করা।
চ/ বর্তমান পরিস্হিতে জোটের শরিকদেরকে নিয়মিত বৈঠকের মাধ্যমে পরস্পর সম্পর্ক আরো জোরদার করা। ইত্যাদী। জমিয়ত তথা আলেম উলামায়ে কেরামের এখতেলাফ/ সংকট মুরুব্বী আলেমগনের মধ্যমেই নিরসন হবে ইংশাআল্লাহ। এতে অন্য কাওকে মধ্যস্হতার দায়িত্ব দেওয়ার প্রশ্নই আসেনা। আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুন এবং আকাবের আসলাফের আমানতকে খিয়ানতের হাত থেকে রক্ষা করুন, আমীন ইয়া রাব্বাল আ’লামীন।