সিলেটবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ruhul Amin
ডিসেম্বর ১৩, ২০১৭ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) :: ছাতকে একটি গ্রামীণ সড়কে ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার ১১.১২.২০১৭ইং সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক-আগিজাল সড়কে এঘটনা ঘটে। জানা যায়, কৈতক-আগিজাল সড়কে বোকা নদীর উপর ১৯৯৬সালের আ’লীগ সরকারের আমলে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এখানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মানের প্রকল্প গ্রহণ করেন। একটি সূত্র জানায়, পূর্ব-পশ্চিমমূখি বোকা নদীর উত্তরপারে ১০হাজার জনবসতি অধ্যুষিত আগিজাল ও সাউদেরগাঁও গ্রামের অবস্থান রয়েছে। প্রায় ২৬লাখ টাকায় ব্রিজের প্রকল্প অনুমোদনের পর স্থানীয় এমপির সূপারিশে একটি ব্রিজের বরাদ্ধ দিয়ে রাউলী-সাউদেরগাঁও সড়কে ও কৈতক-আগিজাল সড়কে পৃথক দু’টি ব্রিজ নির্মাণ করা হয়। এতে নির্মানের শুরু থেকেই দু’টি ব্রিজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এব্যাপারে আগিজাল গ্রামের সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ, ক্বারি জুনায়েদ আহমদ, সাগর আহমদসহ স্থানীয় লোকজন জানান, একটি ব্রিজের বরাদ্ধ দিয়ে দু’টি ব্রিজ নির্মাণ করায় দু’টি ব্রিজই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রোববার ১০.১২.২০১৭ইং রাতে প্রচুর ঝড়-বৃষ্টি হওয়ায় সোমবার ১১.১২.২০১৭ইং সকালে ব্রিজের মধ্যখানে বোকা নদীর মধ্যে ভেঙ্গে পড়েছে। ফলে এখন থেকে বোকা নদীতে নৌ-চলাচল ও ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মুনসুর মিয়া জানান, সকালে ব্রিজটি ভেঙ্গে পড়ার সংবাদ পেয়েছি। তবে ১৫/২০বছর আগে নির্মিত ব্রিজটির ব্যাপারে তথ্য দিতে একদিন সময় লাগবে বলে তিনি জানান।