সিলেটসোমবার , ১৮ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজনগরে ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ৩৩৭ জনকে আর্থিক সহায়তা প্রদান

Ruhul Amin
ডিসেম্বর ১৮, ২০১৭ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

পিংকু দাস:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃর্ক দারিদ্র সীমার নীচে বসবাসকারী দুঃস্থ অসহায় চা-শ্রমিক, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারের মধ্যে এককালীন নগদ আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৭ ডিসেম্বর উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর ও মৌলভীবাজার-৩ সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি ) রাখি আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ জিলাল উদ্দিন,  সজল কুমার চক্রবর্তী, চেয়ারম্যান টিপু খান,  চেয়ারম্যান শাহ ছালিক আহমদ, ফয়সল আহমদ, ফরজান আহমদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ডা: দ্বীন ইসলাম নয়ন। রাজনগর উপজেলার ৩টি ইউনিয়নে ক্ষুদ্র জনগোষ্ঠীকে নগদ ৫ হাজার টাকা হারে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উত্তরভাগ ইউনিয়নে ১২৯জন ক্ষুদ্র জনগোষ্ঠীকে ৬লাখ ৪৫ হাজার, মুন্সিবাজার ইউনিয়নে ১০৪ জন ক্ষুদ্র জনগোষ্ঠীকে ৫লাখ ২০ হাজার  এবং টেংরা ইউনিয়নের ১০৪ জন ক্ষুদ্র জনগোষ্ঠীকে ৫ লাখ ২০হাজার টাকা প্রদান করা হয়েছে।