সিলেটশুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে পুলিশের উপর হামলা, নিহত ১

Ruhul Amin
ডিসেম্বর ২২, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

 
সিলেট রিপোর্ট:
কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউপির চরিপাড়া মাঝরডি গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে থানা পুলিশের উপর হামলার সময় পুলিশের ছুড়া গুলিতে হাবিবুর রহমান উরফে হরু হুনা নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা একজোট হয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কানাইঘাট থানা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে এ সময় হাবিবুর রহমান উরফে হরু হুনা নামে যুবকের মৃত্যু হয় বলে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। আসামীর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের হামলায় পুলিশের ৪ সদস্য সহ অন্তত ৮জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পুলিশের এস.আই বশির আহমদ, এসআই আবু কাউসার, কনস্টবল আব্দুর রাজ্জাক, কনস্টেবল পারভেজ আহমদকে উদ্ধার করে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এস.আই বশির আহমদের অবস্থা আশংকা জনক বলে পুলিশ সূত্রে জানা যায়।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বৃহস্পতিবার রাতে কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার, কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ, ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত পুলিশের সদস্যদের উদ্ধার করেন।
থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী চরিপাড়া গ্রামের মৃত আবু সিদ্দেকের পুত্র ডাকাত হাবিবুর রহমান উরফে হরু হুনা (৩২)কে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বশির আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ীতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত হাবিবুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান (৩৫), বিলাল আহমদ, চাচা জালাল উদ্দিন জয়াই ও তার ছেলে কামরুল ইসলাম ও পরিবারের মহিলা সদস্যরা একজোট হয়ে পুলিশের উপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় পুলিশ আত্ম রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হাবিবুর রহমান পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে হবিবুর রহমান উরফে হরু হুনা নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা লোকজন জানিয়েছেন।