সিলেটশুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ‘স্বীকৃতি’ প্রত্যাহার করায় ১২৮ দেশকে মুফতি লুৎফুর রহমান ক্বাসিমীর অভিনন্দন

Ruhul Amin
ডিসেম্বর ২২, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের পক্ষে জাতিসংঘে একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওই প্রস্তাব অনুমোদন পায়। বৃহস্পতিবার সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২৮ সদস্য ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় মাত্র নয়টি দেশ। অনুপস্থিত ছিল ৩৫ দেশ। শেষ মুহুর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়েছে মিত্র সৌদি আরব, ভারত ও আমিরাত। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি ঘটনায় এতদিন নীরব ছিল সৌদি আরব, আমিরাত, ভারতসহ বেশ কিছু দেশ। সবশেষ ট্রাম্পের হুমকির কারণে ইসরায়েলের মিত্র হয়ে ওঠা এসব দেশের অবস্থান জেরুজালেম ইস্যুতে আরো নড়বড়ে হয়ে ওঠে। এবং তার প্রমাণ রাখে এই সাধারণ পরিষদের ভোটাভুটিতে। এদিকে,  ডোনাল্ড ট্রাম্পের  সিদ্ধান্তের বিপক্ষে প্রস্তাব অনমোদন করায় ১২৮ রাষ্ট্রসমুহকে অভিনন্দন জানিয়েছেন ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউ এস এর চেয়ারম্যান  মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী । গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, জেরোযালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা প্রত্যাহার করায় ফিলিস্তিনীদের জন্য আরেকটি   ঐতিহাসিক বিজয়।  বিশেষ করে তুরষ্কের প্রেসিডেনট রিসেফ তায়যীব এরদোয়ানকে মুসলিম বিশ্বের আন্তর্জাতিক রাহবার হিসেবে অভিনন্দন জানিয়েছেন।