সিলেটশনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানুষ সরকার পরিবর্তন চায়: এরশাদ

Ruhul Amin
ডিসেম্বর ২৩, ২০১৭ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

দেশে গুম, খুন ও দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘এসব থেকে রক্ষা পেতে মানুষ এই সরকারের পরিবর্তন চায়।’ শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।

তিনি বলেন, ‘দেশের মানুষ যে বর্তমান সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। সরকারের অত্যাচার থেকে রক্ষা পেতে ভবিষ্যতের সব নির্বাচন রংপুরের মতোই হবে বলে আমার বিশ্বাস।’

জাতীয় পার্টি ক্ষমতায় এলে জনগণের জানমালের দায়িত্ব নেবে জানিয়ে এরশাদ বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তবে ক্ষমতায় টিকে থাকার চিন্তায় সরকার তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

নিজের নামে থাকা মামলার ব্যাপারে তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ দুই সরকারই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাই তারা কেউই চায় না, আমার নামে করা মামলার নিষ্পত্তি হোক।’