সিলেটশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বৃটেনের শীর্ষ আলেম আল্লামা শায়খ মুহাম্মদ হাসানের ইন্তেকাল,শোক

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৭ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রিয়াজ আহমদ,ইংল্যান্ড থেকে,সিলেট রিপোর্ট: কুতবুল আলম, শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী রাহঃ এর খাছ শাগরেদ এবং ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (র) এর অন্যতম খলীফা, বৃটেনের শীর্ষ আলেম হযরত মাওলানা শায়খ মুহাম্মদ হাসান সাহেব আর নেই । তিনি ২৮ ডিসেম্বর ইংল্যান্ডে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৮ বছর। ৬ছেলে,৩ মেয়েসহ অসংখ্য ভক্ত-মুরিদান রেখেযান। আজ শুক্রবার বাদ জুম্মা (২:৩০ মিনিটের সময়) ওয়ালসালে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। বৃটেনের মাদানি প্রেমিকদের অভিবাবক,জমিয়তে উলামায়ে হিন্দে বরতানিয়ার নেতা,মাদানি ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান, বৃটেনের শীর্ষ আলেম ও বর্ষীয়ান বুযুর্গ  হযরত আল্লামা  শায়খ মুহাম্মদ হাসান সাহেব বেশ কিছুদিন যাবৎ বাধর্ক্যজনিত বিভিন্ন রুগে ভুগছিলেন।

আল্লামা মুহাম্মদ হাসানের জন্মস্থান ভারতের গুজরাট। তিনি কয়েক যুগধরে ইংল্যন্ডে স্থায়ী ভাবে বসবাস করে দ্বীনের বহুমুখি খেদমত আঞ্জমান দিয়েযান। বিশেষ করে যুক্তরাজ্যে ইসলামের ব্যাপক খেদমত করতে উলামায়ে দেওবন্দের চিন্তাচেতনার প্রচার প্রসারে সেখানে আলেমদের নিয়ে কাজ করেছেন। ১৯৭১ সালে তারই (স্পন্সরে) সার্বিক সহযোগিতায় ফেদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী (র) প্রথমে ইংল্যান্ড যান। এর পর থেকে ধারাবাহিক ভাবে লাগাতার ২৮ বছর যাবত নিয়মিত দ্বীনী সফরে ইংল্যান্ড গিয়েছেন। মাদানী (র) এর এর সফর সমুহকে সার্বিক তত্বাবধানের জন্যই ”মাদানী ফাউন্ডেশন ইউকে’নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়। উক্ত ফাউন্ডেশনরে চেয়ারম্যান ছিলেন আল্লামা মুহাম্মদ হাসান (র)।
প্রসঙ্গত, উল্লেখ্যযে, মাদানী খান্দানের সাথে শায়খ মুহাম্মদ হাসান (র) এর অত্যন্ত মহব্বতের সম্পর্ক ছিলো। এরপ্রিমান হলো কিছু দিন শামসুল হিন্দ হযরত মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী শুধু তাকে দেখতে ইংল্যান্ড সফরে যান। এবং গত দুই দিন আগে অসুস্থ শায়খ মুহাম্মদ হাসানের খোঁজ খবর নিতে ইংল্যান্ড যান ফেদায়ে মিল্লাতের সাহেব যাদা সায়্যিদ মাহমুদ মাদানী। আজ মাহমুদ মাদানী সাহেবের ভারত ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি ইন্তেকাল করায় জানাযায় শরিক হতে ফ্লাইট চেঞ্চকরেন।

শোক প্রকাশ:

বৃটেনের শীর্ষ আলেম ,বুযুর্গ হযরত আল্লামা শায়খ মুহাম্মদ হাসান এর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী,মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা,প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ। এদিকে,বিশিষ্ট এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা ফখরুদ্দীন, সহ সভাপতি হাফিজ মাওলানা খালেদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আশফাকুর রহমান, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার সহ সেক্রেটারী মুফতি তাজুল ইসলাম, সহ সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, সাহিত্য সম্পাদক মাওলানা রুহুল আমিন, হাফিজ জুবায়ের (সাহেবজাদায়ে শায়খে ইমামবাড়ী), হাফিজ হোমায়েদ, মুহাম্মদ নিজামুদ্দীন প্রমুখ।