সিলেটশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়ার ইসলাহী মাহফিলে ভক্তদের ঢল

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৭ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চৌধুরী নাসির আহমদ\সিলেট রিপোর্ট, ময়মনসিংহ প্রতিনিধি: মুর্শিদে কামিল হযরত আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি’র প্রতিষ্ঠিত ‘খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া’ ময়মনসিংহের র উদ্যোগে ৩ দিন ব্যাপি ইসলাহী মাহফিল গতকাল ২৮ ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছে। চেলবে ৩০ ডিসেম্বর শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে চলবে রাত দশটা পর্যস্ত।খানকার ইসলাহী মাহফিলকে কেন্দ্র করে শহরের আলেম-ওলামা ও জনগণের মাঝে পূর্ব থেকেই ব্যাপক আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে। উপমহাদেশের বিখ্যাত বুর্যুগ আলেম আওলাদে রাসুল (সা.) সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহঃ এর অন্যতম খলিফা আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি’ এর সভাপতিত্বে এতে তাশরিফ আনবেন দেশের খ্যাতনামা ওয়ায়েজ ও ইসলামী চিন্তাবিদগণ। এবারের ইসলাহী প্রোগ্রামের বিশেষ আকর্ষণ, প্রতিদিনই থাকছে বিদেশী মেহমান। এবারই প্রথম খানকার মসজিদে আজ জুমার নামাজের ইমামতি করেন আল্লামা আরশাদ মাদানী এর সাহেবজাদা আওলাদে রাসূল আল্লামা আযহার মাদানী। খানকার মুতাওয়াল্লি বিশিষ্ট অালেমে দীন মুফতি মাহবুবুল্লাহ সিলেট রিপোর্ট ডটকমকে জানান, অন্যবারের তুলনায় এবার দেশ-বিদেশের বিশিষ্ট আলেমগণ আগমনের কারণে সাধারণ মানুষ ও আলেম-ওলামাদের উপস্থিতি বেশি।যে কারণে অন্যান্য বারের চেয়ে এবারে প্যান্ডেল, মাইক, বসার ব্যবস্থা এবং সকল প্রস্তুতিই বেশি রাখা হয়েছে খানকার পক্ষ থেকে। তিনি আরও বলেন, আমাদের এই প্রোগ্রামের মৌলিক উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির মাধ্যমে দীনি এসলাহ করা এবং ঈমানী চেতনা জাগ্রত করা। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, তিন দিনের প্রোগ্রামে প্রথম (দিন ২৮ ডিসেম্বর) মেহমান ছিলেন, মাওলানা আব্দুল খালেক সাম্ভলী (ভারত), মাওলানা নূর হোসাইন কাসেমী সহ আরও অনেকে।দ্বিতীয় দিনের (২৯ ডিসেম্বর) মেহমান, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যেদ আযহার মাদানী, মাওলানা আব্দুল হক, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী,শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান, মাওলানা আনোয়ার মাহমুদ,মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী সহ আরও অনেকে।তৃতীয় দিন (৩০ ডিসেম্বর) থাকবেন মুফতি জামিল আহমদ (ভারত), মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা উবায়দুর রহমান খান নদভী,মাওলানা মান্জুরুল ইসলাম আফেন্দীসহ আরও অনেকে।