সিলেটশনিবার , ৩০ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৭ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা নবমবারের মত শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে সরকার।আজ শনিবার সকালে গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২০১৮ সালের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের মধ্য দিয়ে চার কোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ৪২লাখ ৯০ হাজার ১৬২টি বই তুলে দেওয়া হবে।অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রত্যেক বাবা-মা চায় তার সন্তানরা পড়াশোনা করে অনেক বড় হোক। কিন্তু অনেকের পক্ষেই পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে অনেক শিশু ঝরে পড়ে। আমরা তাদের পড়াশোনার জন্য বিনামূল্যে বই, বৃত্তি ও টিফিনের ব্যবস্থা করেছি।তিনি বলেন, বিশ্ব এগিয়ে চলছে। আমাদের ছেলেমেয়েরাও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এজন্য আমরা তথ্যপ্রযুক্তি (আইসিটি) শিক্ষা ও সব প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করেছি।প্রধানমন্ত্রী বলেন, আগে প্রতি ১০ বছর পর পরীক্ষা দিয়ে শিশুরা একটি মাত্র সার্টিফিকেট অর্জন করত, তাদের মাঝে পরীক্ষাভীতি থেকে যেত। এখন পিইসি ও জেএসসি দুইটা পরীক্ষার মাধ্যমে তারা অধিক সার্টিফিকেট পাচ্ছে এবং তাদের মাঝে পরীক্ষাভীতি দূর হচ্ছে।এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারও আলাদা আলাদা স্থানে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে।১ জানুয়ারি সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেবেন।এনসিটিবির আয়োজনে এই উৎসবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহার উপস্থিত থাকার কথা রয়েছে।অন্যদিকে ১ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।ওই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত থাকবেন।ঢাকায় কেন্দ্রীয় উৎসব হলেও বছরের প্রথম দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়। সেসব উৎসবে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।