সিলেটরবিবার , ৭ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাশকুল কুরআনের সিলেট বিভাগীয় প্রতিযোগিতা সম্পন্ন

Ruhul Amin
জানুয়ারি ৭, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

কে এম তাহমিদ হাসান,সিলেট রিপোর্ট: মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইন্যাল পর্ব ৬ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায়, সিলেট দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে মাশকুল কুরআনের সদস্য হাফিজ আবু বকর মাশহুদ’র তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় সভাপতি মাওলানা হাফিজ আবদুল হাই’র (আস্তমা) সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ান ও হাফিজ আহমেদ সাঈদ’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশকুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, কওমি মিডিয়া ফোরামের সহসভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর টাইটেল মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, কামরুপদং মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আবদুল গফফার, শাহমীর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবদুল হান্নান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ১৭৬ জন প্রতিযোগির মধ্য থেকে ৬ জন প্রতিযোগি ফাইন্যাল রাউন্ডে সুযোগ লাভ করে। এর মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগিকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগিকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা শেখ আহমদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা হাফিজ ফখরুল ইসলাম মোগলাবাজারী, জামেয়া দারুল কুরআন সিলেট’র প্রিন্সিপাল সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, জামিয়া ফরিদাবাদ সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফখরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ানুল হক, মাওলানা শহিদুল হক জালালাবাদী, মাওলানা আবুল খয়ের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওলিউর রহমান খান, আলী হোসেন খান ইমন, হাফিজ সালিক আহমদ, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ জাকির হোসেন, কে.এম তাহমিদ হাসান, হাফিজ মিজানুর রহমান, কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।