সিলেটরবিবার , ৭ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেলানী হত্যার ৭ বছর আজ

Ruhul Amin
জানুয়ারি ৭, ২০১৮ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

 
ডেস্ক রিপোর্ট: দেশের সীমান্তে আলোচিত ফেলানী হত্যার ৭ বছর আজ পূর্ণ হয়েছে।

ঐদিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতারে মৃত্যুর পরেও ৪ ঘণ্টা ঝুলেছিল কিশোরী ফেলানী মৃতদেহ।

আজও বিচারকাজ সম্পন্ন হয়নি ২০১১ সালের ৭ জানুয়ারির ফেলানী হত্যাকাণ্ডের। ন্যায়বিচারের আশায় ফেলানীর বাবা নুরুল ইসলাম ভারতের সর্বোচ্চ আদালতে ২টি রিট পিটিশন দাখিল করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর আগে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে ২ দফায় বেকুসর খালাস দেয় বিএসএফ’র বিশেষ আদালত।

সেদিন ফেলানীর ঝুলে থাকা লাশের ছবি দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোতে সমালোচনার ঝড় তোলে।

ফেলানী নিহত হয়েছিলেন ভারতের ১৮১ ব্যাটালিয়নের চৌধুরী হাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে। সে সময় বিজিবির দাবির মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়।

ফেলানীর বাবা ২ দফা বিএসএফ’র আদালতে স্বাক্ষী দিয়ে আসলেও ঐ বছর ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত।

রায় পুর্নবিবেচনার বিজিবির আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর মামলার পুনর্বিচারে আবারও অমিয় ঘোষ খালাস দেয় বিশেষ আদালত।

আমার মেয়ে ফেলানীকে বিএসএফ সদস্য অমিয় ঘোষ পাখির মতো গুলি করে হত্যা করেছে। কিন্তু এখনও আমি আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি। আমি চাই আমার মেয়ে ফেলানীকে হত্যাকারী অমিয় ঘোষের যেন ফাঁসি হয়। তাহলে আমার ফেলানীর আত্মা শান্তি পাবে। এভাবেই আহাজারী করেন নিহত ফেলানীর মা জাহানারা বেগম।

ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু জানান, বিএসএফ’র বিশেষ আদালতে কন্যা হত্যার ন্যায় বিচার না পেয়ে ২০১৫ সালে ভারতের আইনজীবী অপর্নাভাট ও মানবাধিকার সংগঠন মাসুম’র সহায়তায় ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করি। ভারতের সুপ্রিম কোর্ট রিট গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে।

তিনি বলেন, আমি আশা করছি এবার ভারতের সুপ্রিম কোর্টে ন্যায়বিচার পাব। এখন ন্যায়বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে আছি।

ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরুর আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরুর ২টি রিট গ্রহণ করে একাধিকবার শুনানীর দিন পিছালেও আগামী ১৮ জানুয়ারি শুনানীর দিন ধার্য্য করেছে। আমরা আশা করতেই পারি ভারতের সর্বোচ্চ আদালত ফেলানী হত্যা মামলায় একটা ইতিবাচক সিদ্ধান্ত দিবে, যেটা উভয় রাষ্ট্রের জন্য মঙ্গলকর হবে।