সিলেটরবিবার , ৭ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শামসুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি পেল ৩৯২ শিক্ষার্থী

Ruhul Amin
জানুয়ারি ৭, ২০১৮ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের শামসুর রহমান ফাউন্ডেশন পরিচালিত শামসুর রহমান স্মৃতি মেধাবৃত্তি পেয়েছে সিলেট বিভাগের ৩৯২জন শিক্ষার্থী। রোববার পঞ্চম ও অষ্টম শ্রেণীর এসব মেধাবীর হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মুরারী চাঁদ (এমসি) কলেজের অধ্যাপক তোতিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, সিলেট জেলা পরিষদের সদস্য ছহুল আল রাজি, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, চ্যানেল এস-এর ব্যুরো চিফ মঈন উদ্দিন মঞ্জু, প্রকাশক রাজিব চৌধুরী, কলামিস্ট আব্দুল জব্বার, শিহাব উদ্দিন শিহাব প্রমুখ।

নাট্যকার আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান।অতিথির বক্তব্যে এমসি কলেজের অধ্যাপক তোতিউর রহমান বলেন, ‘প্রচন্ড আগ্রহ, ত্যাগের মানসিকতা এবং ধারাবাহিক প্রচেষ্ঠার মাধ্যমেই শিক্ষার্থীরা জীবনে সফলতা অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের কল্পনার জগতে বিচরণ করতে হবে। বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। এছাড়া প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে তাদের শিক্ষার মাধ্যমে সক্ষমতা অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মাহিউদ্দিন সেলিম বলেন, ‘সিলেট শিক্ষাক্ষেত্রে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রার পিছনে সামছুর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের অবদান রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম বাসন বলেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে মিলন ঘটাতে হবে। এর মাধ্যমে এক সময় সিলেট ব্যাঙ্গালুর কিংবা সিলিকন ভ্যালী হয়ে উঠবে।’

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সুফি সুহেল আহমদ জানান, সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে ২০বছর আগে এ ফাউন্ডেশনে প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশনের কার্যক্রমের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।