সিলেটসোমবার , ৮ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ৫৯ তম সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
জানুয়ারি ৮, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী বলেছেন, ইসলাম বিশ্বমানবতার শান্তির ধর্ম। তাই ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষের শান্তি আশাকরা বুকামি। তিনি বলেন, সংখ্যা গরিষ্ট মুসলমানের বাংলাদেশে ইহুদী-খৃষ্টানদের আইন চলতে পারেনা। প্রতিটি মুসলমানকে ঈমানের চেতনা নিয়ে কথা বলতে হবে। মানব রচিত দলীয় তন্ত্র-মন্ত্র বাদ দিয়ে মহানবীর আর্দশে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হলে উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল শনিবার রাতে জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ৫৯ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বয়ান পেশ করেন
হাটহাজারি মাদরাসার মুহাদ্দিস মাওলানা মমতাজুল করিম, মুফতি মুজিবুর রহমান চাদপুরী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফিজ জুবাযের আহমদ আনসারী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,মুফতি আমিরুল ইসলাম দিঘলবাঘী,মাওলানা আব্দুল জলিল ইউসুফি প্রমুখ। মাওলানা হাম্মাদ গাজিনগরী ও মুফতি খন্দকার হারুনুর রশীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মাদানীয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের সেক্রেটারী আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ,বার্ষিক প্রতিবেদন পেশ করেন জামিয়ার মুহতামিম মাওলানা শিব্বীর আহমদ। বাদ জুহর থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলন চলে। বাদ আসর জামিয়ার ছাত্র সংসদের আয়োজনে প্রকাশিত ’’আশ আশরাফ’’ বুলেটিনের মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,
ইউকে প্রবাসী হাফিজ মাওলানা নাজির উদ্দীন,তাফাজ্জুল হক আজিজ,আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ,মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সিলেট রিপোর্ট এর সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা হাসান বিন ফাহিম,মুখতার আহমদ, হাবিবুল্লাহ প্রমুখ।