সিলেটবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তানিম হত্যা: ২৯ জনের নাম উল্লেখ করে মামলা

Ruhul Amin
জানুয়ারি ১১, ২০১৮ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

সিলেট সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যার ঘটনায় মামলা দায়ের দয়েছে।

তবে মামলার বাদী তানিমের পরিবারের কেউ নন বরং তার সহকর্মী দেলোয়ার হোসেন রাহী।
বুধবার রাত পৌনে ১১টায় শাহপরান থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং ৪-৫জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভাতিজা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান আজলাকে (২০) প্রধান আসামী করা হয়।

এছাড়া এ মামলায় আসামী করা হয়েছে- নগরীর সাদিপুর এলাকার হাতিম আলী রোডের গোলাম জিলানীর ছেলে শেখ মোতাছির আলী (২১), রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার মাসুক মিয়ার ছেলে জয়নাল আবেদীন ডায়মন্ড (২৮), চালিবন্দর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে আলী আহমদ মাহিন (২২), বোরহানবাগ এলাকার কাদির আহমদের ছেলে রুহেল আহমদ(১৯), শিবগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে আফজল মিয়া (৩০), রাজপাড়া সুরভী আবাসিক এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুনেদ আহমদ (২৪), খরাদিপাড়া বৈশাখি আবাসিক এলাকার মশরুর চৌধুরীর ছেলে দেওয়ান মুরাদ হাসান (৪২), শিবগঞ্জ লাকড়িপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে বদরুজ্জামান সাগর (২৫), ভাটাটিকর এলাকার সুভাষ আচার্য্যের ছেলে সৌরভ আচার্য্য (২২), ভাটাটিকর এলাকার গুলজারের ছেলে রাহাত (১৮), মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার শাহাব উদ্দিনের ফরহাদ (২০), টিলাগড় রজপাড়া সুরভী আবাসিক এলাকার সিরাজুল ইসলামের ছেলে হাসান আহমদ (২২), ভাটাটিকর এলাকার আপ্তাব আলীর ছেলে মিজানুর রহমান মিজান (২৬), মিরাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে রাহাত আহমদ (২৩), শিবগঞ্জ সাদিপুর এলাকার সুধির মজুমদারের ছেলে অনিরুদ্ধ মজুমদার পলাশ (২৮), শিবগঞ্জ শাকিল সেন্টারের পাশের লিটন মিয়ার ছেলে সুমন মিয়া ওরফে পাখি সুমন (২০), সোনারপাড়া এলাকার মৃত দুলু মিয়ার ছেলে উমেদ (৩০), টিলাগড় গোপালটিলা এলাকার আরিফ আহমদ (২৮), টিলাগড় গোপালটিলা এলাকার রঞ্জন দে (৩২), টিলাগড় শাপলাবাগ এলাকার বখতিয়ার আকরাম অনি (২৪), আখালিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে সজিবুর রহমান (২৩), রায়নগর এলাকার মাসুক মিয়ার ছেলে কাউসার জামাল (৩৫), টিলাগড় মসজিদ কোয়াটারের এমদাদুল করিম ওমর (২৪), চালিবন্দর এলাকার আদি অয়ন (২০), শাহজালাল উপশহর এলাকার জাকির হোসেন (২০), গোপালটিলা এলাকার সুবিধ দাসের ছেলে সুমন দাস (২৭), সাদিপুর ফেয়ার টাওয়ারের তারেক আহমদ (৩৮), বালুচর এলাকার তজমুল আলী (৩৫) এবং অজ্ঞাত ৪-৫ জন।

শাহপরান থানার ওসি আখতার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পৌনে ১১টায় নিহত তানিমের সহকর্মী দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর গ্রেফতার ৪জনের মধ্যে ২ জন মামলার আসামীর তালিকায় রয়েছেন।

অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার রাত ৯টায় টিলাগড় পয়েন্টে ছুরিকাঘাত হন সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী তানিম খান। পরে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জন্য কাউন্সিলর আজাদ গ্রুপ ছাত্রলীগকে দায়ী করেছে তানিমের সহকর্মীরা।

এ হত্যাকান্ডের প্রতিবাদে এমসি ও সরকারি কলেজে ৮ ও ৯ জানুয়ারী ২ দিনের ছাত্র ধর্মঘট পালন করে তানিমের সহকর্মীরা।