সিলেটসোমবার , ১৫ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২৫০ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ বিকল, আতঙ্ক

Ruhul Amin
জানুয়ারি ১৫, ২০১৮ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ২৫০ দেশি-বিদেশি পর্যটক নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে এলসিটি কাজল নামের পর্যটকবাহী একটি জাহাজ। এতে জাহাজে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জাহাজটি সোমবার রাত আটটার দিকে মিয়ানমারের সীমানায় অবস্থান করছিল। রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি সচল করা সম্ভব হয়নি।

জাহাজে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় ইঞ্জিন বিকল হয়েছে বলে যাত্রীদের  অভিযোগ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকতা জাহিদ হোসেন ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়ায় জাহাজটি আটকা পড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ উদ্ধার তৎপরতা চালাতে কুতুবদিয়া নামের একটি জাহাজ পাঠানো হয়েছে ঘটনাস্থলে। রাতেই জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিদিনের মতো টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় জাহাজ  কাজল। বিকেল সাড়ে তিনটার দিকে জাহাজটি আবার সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে রওনা হয়। তবে সাগরের মাঝামাঝি স্থানে এসে এর দুটি ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়ে।

জাহাজে আটকা পড়া যাত্রীদের মধ্যে কামাল হোসেন নামের একজন মোবাইল ফোনে জানান, জাহাজে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জাহাজটি ভাসতে ভাসতে মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। আটকা পড়া নারী-শিশুরা কান্নাকাটি করছে।

এদিকে গত বছরেও পর্যটক ভরা মৌসুমে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজল জাহাজকে জরিমানা করেছিলেন।

জাহাজে আটকা পড়া ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা সরওয়ার আলমসহ একাধিক যাত্রী মুঠোফোনে এসব কথা জানিয়ে তাদের উদ্ধারে সহযোগিতা চেয়েছেন।

জাহাজের যাত্রীদের অভিযোগ, সকালে জাহাজে উঠে তারা চেয়ারে বসার জায়গা পাননি। এমনকি দাঁড়ানোর জায়গাও ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, জাহাজের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।