সিলেটমঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু

Ruhul Amin
জানুয়ারি ১৬, ২০১৮ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যেকোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান।

আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে এতে অন্য সব আসনে কোনো প্রভাব পড়বে না।

এ সময় সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে।