সিলেটবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহীনূর পাশা জমিয়তের সহসভাপতি নাকি যুগ্মমহাসচিব ?

Ruhul Amin
জানুয়ারি ১৮, ২০১৮ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট: ”দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক চিন্তাধারা”শীর্ষক সেমিনারের বিশেষ অতিথি হিসেবে এখন বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুরে গেলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও ছাত্র জমিয়তের প্রাক্তন সেক্রেটারি জেনারেল এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী  ।   তিনি আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)  সন্ধ্যায় কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ‘জমিয়তের মারকাজ’বলে পরিচিত জামিয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুরে পৌঁছালে নৌকা যোগে নদী পাড়ি দেন।  এসময় বিপুল সংখ্যক ছাত্র জমিয়তের নেতা কর্মী সাবেক এই ছাত্র নেতাকে স্বাগত জানান।  
গত ১০ জানুয়ারি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক সঙবাদ সম্মেলনে সাবেক মহাসচিব মুফতি ওয়াক্কাসকে দল থেকে বহিস্কার ঘোষণার পরের দিন ১১ জানুয়ার মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে পাল্টা কমিটি ঘোষণা করাহয়।  ঐ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে শাহীনূর পাশা  চৌধুরীর নাম আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।   আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী ও আল্লামা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বাধীন মুলধারার জমিয়তের প্রথম যুগ্মমহাসচিব হিসেবে শাহীনূর পাশা চৌধুরীর নাম রয়েছে।  যদিও তাকে সাম্প্রতিক কয়েকটি বৈঠকে আমন্ত্রন জানানো হয়নি বলে তার অভিযোগ । তখন থেকেই শাহীনুর পাশার অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনার ডালপালা গজাতে থাকে।   এক পর্যায়ে তিনি অনুগত কর্মীদের নিয়ে বৈঠক করেন।   সেই বৈঠকে আবারো ঐক্যের আহবান জানান সাবেক এই ছাত্র নেতা।  তিনি রাজনৈতিক অবস্থান এখনো পরিস্কার করেননি।  আজ সন্ধ্যায় তিনি যখন জামিয়া মাদানীয়া আঙ্গুরায় যাচ্ছিলেন এই অবস্থায় সিলেট রিপোর্ট এর পক্ষ থেকে তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ‘ আমি নদীর পাড়ে এখন, নৌকায় উঠছি’ বলে জানান।   মিডিয়ায় আপনার নাম জমিয়তের সিনিয়র সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।  আসলে্ আপনি জমিয়তের সহসভাপতি নাকি যুগ্মমহাসচিব (কোন গ্রুপে) ? এমন প্রশ্নের জবাবে তিনি সিলেট রিপোর্টকে জানান, কোনটাই নয়।   তাহলে আজ আপনি আঙ্গুরায় যাচ্ছেন কোন পরিচয়ে ? এই প্রশ্নের জবাবে শাহীনূর পাশা জানান, ছাত্র জমিয়তের সাথে আমার কোন দূরত্ব নেই,তাদের কোন অপরাধ নয়।   আমি ছাত্র সংগঠনের সাবেক সেক্রেটারী ছিলাম।’

 

Image may contain: 1 person, close-up