সিলেটবুধবার , ২৪ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৎ ও বস্তুনিষ্টতাই হলো একজন সাংবাদিকের মুল পূঁজি : গোলাম সাদত জুয়েল

Ruhul Amin
জানুয়ারি ২৪, ২০১৮ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিশিষ্ট লেখক কলামিষ্ট,প্রবাসের নিউজ এর সম্পাদক ও দৈনিক প্রথম আলো উত্তর আমেরিকার স্পেশাল করসপনডেন্ট গোলাম সাদত জুয়েল বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এপেশায় যারা যুক্ত তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম সবচাইতে শক্তিশালী ভ’মিকা পালন করছে। সিলেটের সাহিত্য সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্য রয়েছে, তাই সাংবাদিকদের সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে লেখক-সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। সৎ ও বস্তুনিষ্টতাই হলো একজন সাংবাদিকের মুল পূঁজি। 
আজ (২৪ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে ’অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট এর প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় ও স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে সংর্বধনা সভায় সংর্বধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পোর্টালের সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন,মধ্যপ্রাচ্য ভিত্তিক ১০ টি দেশের প্রবাসীদের দ্বারা পরিচালিত সংগঠন ”বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি”র চেয়ারম্যান মো: কাপ্তান হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ওভারসীজ সেক্রেটারী সাংবাদিক এবি এম বুল বুল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সাপ্তাহিক অপূর্ব সিলেটের সম্পাদক তাওহিদুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মবরুর আহমদ সাজু, সিলেট রিপোর্ট এর স্টাফ রিপোর্টর সৈয়দ উবায়দুর রহমান, শাহিদ আহমদ হাতিমী, জাবেদ আহমদ খান, মৌলভী বাজার প্রতিনিধি পিংকু দাস, মাহদি হাসান,হাফিজ মাসউদ আজহার,কায়সান মাহমুদ আকবরী,আহমাদুল হক উমামা প্রমুখ। বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি”র চেয়ারম্যান মো: কাপ্তান হোসেন বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভ’মিকা অপরিসীম। তিনি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্টার আলোকে পেশাগত দায়িত্বপালনের আহবান জানান। সভায় গোলাম সাদত জুয়েলের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট রিপোর্ট ডটকম এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। গোলাম সাদত জুয়েল বলেন, প্রবাসে থাকলেও বিবেকের তাগিদে দেশের জন্য দেশের মানুষের জন্য সাধ্যানুয়ায়ী কাজ করার চেষ্টা করি। সাহিত্য সাংবাদিকতায় যারা যুক্ত আছেন সকলের জন্য মন কাদেঁ, তাদের সহযোগিতার জন্য চেষ্টা করি। আমাকে ’’প্রবাসে স্বদেশ চিন্তা’’সম্মাননা স্মারক প্রদান করায় আমি সিলেট রিপোর্ট এর প্রতি কৃতজ্ঞতা।