Sylhet Report | সিলেট রিপোর্ট | ব্রাজিলে নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪
রবিবার, ২৮ জানু ২০১৮ ০৫:০১ ঘণ্টা

ব্রাজিলে নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪

Share Button

ব্রাজিলে নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪

ডেস্ক রিপোর্ট :

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যারিনা ক্যাস্টেলা ফুটবল স্টেডিয়ামের পাশে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এবিসি নিউজের।

স্থানীয় পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করে এবিসি নিউজকে বলেন, বন্দুকধারী ব্যক্তিটি জোর করে নাইট ক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

যে স্টেডিয়ামের পাশে এ হামলা হয়েছে সেটিতে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি।

এই সংবাদটি 1,011 বার পড়া হয়েছে

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com