সিলেটশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি ওয়াহহাব মিঞার পদত্যাগ

Ruhul Amin
ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করেছেন। শুক্রবার বিকালে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার পরইপরই পদত্যাগের ঘোষণা দিয়ে বঙ্গভবনে চিঠি পাঠান ওয়াহ্হাব মিঞা।

আপিল বিভাগে কর্মে প্রবীণ এই বিচারপতির এখনও অবসর নেয়ার সময় হয়নি। চলতি বছরের ১০ নভেম্বর আবদুল ওয়াহ্হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল। এর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

বিডিনিউজ থেকে

সুপ্রিম কোর্টের প্যাডে পাঠানো ওই চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা লিখেছেন বিচারপতি ওয়াহহাব মিঞা। তিনি লিখেছেন, “আমার অনিবার্য ব্যক্তিগত কারণ বশত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ হইতে এতদ্বারা পদত্যাগ করিলাম।”

শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার তিনি ২২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া এবং পরবর্তীতে পদত্যাগের পর ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আওয়ামী লীগ আমলে ১৯৯৯ সালে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াহহাব মিঞা। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। ২০১১ সালে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।