সিলেটমঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতনের ভয়ে সত্য বলা থেকে কেউ বারণ করতে পারবেনা : শাহবাগ জামিয়ায় বাবুনগরী

Ruhul Amin
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  বৃহত্তর সিলেটের অন্যতম দ্বীনী বিদ্যাপীঠ,জকিগঞ্জ উপজেলাধীন শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন গতরাত (৫ ফেব্রুয়ারি) সোমবার  অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন-শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষিপুরী, মাওলানা শায়খ জিয়া উদ্দীন,শায়খুল হাদীস মাওলানা আলীমুদ্দীন দুর্লভপুরী, শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী। সম্মেলনে বয়ানপেশ করেন মুসলিহে উম্মাহ শায়খুল হাদীস আল্লামা বিলাল বাওয়া ,ইংল্যান্ড, শায়খুল হাদীস আল্লামা হাফিয জুনাইদ বাবুনগরী,শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান, শায়খুল হাদীস মাওলানা ফরীদ উদ্দীন আল-মোবারক ফেনী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ইমতিয়াজ উমায়েরজি পাটেল,লন্ডন, মাওলানা মনজুরুল ইসালাম আফেন্দী, আবদুল হামীদ মালিক (চেয়ারম্যান পিপল্স্ নিড্স ইউকে), মাওলানা শায়খ আব্দুল বাছির,মাওলানা রাকিবুল ইসলাম প্রমুখ।
মহাসম্মেলন রিপোর্ট পেশ ও সার্বিক পরিচালনায় ছিলেন জামেয়ার মুহতামিম মাওলানা ক্বারী আবদুল হাফিয, নাইবে মুহতামিম মুফতি মাসউদ আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুর রশীদ।
আল্লামা বিলাল বাওয়া বলেন, আল্লাহর জমিনে দ্বীনের ব্যাপক প্রচারের জন্যই কওমী মাদরাসা সমুহকে ঠিকিয়ে রাখতে হবে। তিনি ইসলামের ব্যাপক খেদমত করতে ছাত্রদেরকে দক্ষ আলেম হওয়ার আহবান জানান।
আল্লামা বাবুনগরী বলেন, আমরা কারো বিরুদ্ধে কথা বলিনা। আমরা ইসলামের কথা বলি। আর ইসলামের কথা বলতে গেলে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে আমাদের করার কিছু নেই। তিনি বলেন, উলামায়ে কেরাম হক্বকথা বলে যাবেন, আমরা তাই করি,এতে অনেক সময় নাস্তিক-মুর্তাদদের গায়ে সয়না।  মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। এতে কারো রক্তচক্ষু পরোয়া করিনা,জেল-জুলুম নির্যাতনের ভয়ে সত্য কথা বলা থেকে আমাদেরকে কেউ বারণ করতে পারবেনা। এদিকে জামিয়া থেকে প্রকাশিত আত তাকবীর ও প্রত্যয় স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। বিদায়ী ছাত্রদের মধ্যে দস্তারে ফযিলত প্রদান করা হয়। জামিয়ার সম্মেলন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ, লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল আজিজ নানু মিয়া, মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক আলেম উলামা,প্রবাসীগনও শরিক হন।