সিলেটমঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

Ruhul Amin
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট: সিলেট মহানগরীর আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর হামলার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইমজা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসিন, টিসিডোএ সিলেটের আহবায়ক শ্যামানন্দ দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সহসভাপতি নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক শংকর দাস, বাংলা টিভির প্রতিনিধি আবু তালেব মুরাদ, ইমজার মারুফ আহমদ, ফটো জার্নালিস্ট এর কার্যকরি সদস্য নুরুল ইসলাম, ক্যামেরাপার্সন বাবর, ইমজার সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, শাহীন আহমদ, শামীম আহমদ, বিজয়ের কণ্ঠর ফটো সাংবাদিক এস আই সবুজ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, নিরানন্দ পাল ও মামুন হাসানের উপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি লিয়াকত আলী সহ কয়েকজন কারাগারে আছে। কিন্তু অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। এসব আসামি এখন রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তাই সিলেটের সাংবাদিক সমাজের দাবি অবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে।