সিলেটশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ

Ruhul Amin
ফেব্রুয়ারি ৯, ২০১৮ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে দলটি। শুক্রবার দুপুরের পর এ কর্মসূচি পালন করছে বিএনপি। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আদালত খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার করেনিনি। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া এই রায়কে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান। ঢাকাটাইমসের প্রতিনিধিদের পাঠানো খবর।

 

সিলেট: সিলেটে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জুমার পর দরগা গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। চৌহাট্টা পয়েন্টে পুলিশ অবস্থান নিলেও মিছিলে বাধা দেয়নি তারা।

মিছিলে অংশ নেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শিমরাইলের কয়েকটি সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, পারভেজ আহমেদ, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপনসহ নেতাকর্মীরা।

নরসিংদী: নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে শহরের চিনিশপুর থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করে।

এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহি প্রমুখ।

দিনাজপুর: দিনাজপরে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। দুপুরে মিছিল প্রস্তুতির সময় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও: পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে  প্রতিবাদ সভা হয়।

জুমার পর বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তায় পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়।

পরে নেতাকর্মীরা দলীয় অফিসে ফিরে যান এবং কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন।

এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।

বরিশাল: বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা মহসিন মন্টু, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।

এদিকে বিএনপির কার্যালয়ের সামনে মোটরসাইকেল মহড়া শেষে অবস্থান নেয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন থাকায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া: সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সারারণ সম্পাদক গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

জয়পুরহাট: বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধায় মিছিল পণ্ড হয়ে যায়।

এসময় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ-সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল, ফজলুর রহমান, অধ্যক্ষ সামছুল হক, আমিনুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তোতা, জেলা যুবদল নেতা শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ।

মাদারীপুর: জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শহরের পুরান বাজার বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের নেতৃত্ব দেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. গোলজার আহম্মেদ চিশতী।

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিএনপি নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে বাদ জুমা এই কর্মসূচি পালিত হয়।

কোট চত্বর থেকে শুরু করে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য দেন- ভাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, বিএনপি নেতা ফজলে সোবাহান শামীম, পৌর সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম আরিফ মুন্সী, যুগ্ম সম্পাদক সিকদার নুরুজ্জামান বিল্লাল, যুগ্ম সম্পাদক কে এম আলমগীর হোসেন প্রমুখ।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে তাহিরপুর পশ্চিম বাজার শাহজালাল টাওয়ারের পূর্বপাশে আসা মাত্র পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ফিরে গিয়ে আব্দুজ জহুর চত্বরে প্রতিবাদ সভা করে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য নজির হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবদল আহবায়ক বোরহান উদ্দিন প্রমুখ।