সিলেটরবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খেলা দেখতে সাধারণ গ্যালারীতে সিসিক মেয়র আরিফ

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট: সিলেটে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। দর্শকদের তাই উৎসাহের কমতি নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পুরো গ্যালারিও কানায় কানায় পরিপূর্ণ।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দর্শক উন্মাদনায় সামিল হতে সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুর হক চৌধুরীও। তাকে কাছে পেয়ে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় মাঠে প্রবেশ করেন আরিফুল হক চৌধুরী। ভিআইপি গ্যালারিতে না ঢুকে প্রথমেই তিনি সাধারণ গ্যালারিতে প্রবেশ করেন। মাঠে ঢুকে আরিফুল হক হাত নেড়ে সিলেটের ক্রীড়ামোদী দর্শকদেরও অভিবাদন জানান। দর্শকরাও তাকে করতালির মাধ্যমে গ্যালারিতে স্বাগত জানান। পরে প্রেসবক্সে এসে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন মেয়র আরিফ।

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট স্টেডিয়ামটি দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। এখানকার দর্শকরাও খুব স্পোর্টিং। যেকোনো খেলায়ই গ্যালারি উপচে পড়ে দর্শক। তারপরও এতোদিন সিলেটের মাঠে বাংলাদেশের কোনো খেলা না হওয়া হতাশজনক।তিনি সিলেট স্টেডিয়ামে আগামীতে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি জানান।