সিলেটবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছর পর ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়নে নির্বাচন ২৯ মার্চ

Ruhul Amin
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নিবাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়)-২ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৫ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। দীর্ঘ ১৫ বছর পর ফেঞ্চুগঞ্জের নবগঠিত দুুটিসহ ৫টি ইউনিয়নে নির্বাচন তফসিল ঘোষিত হলো।
তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোয়নপত্র দাখিল ১ লা মার্চ , মনোয়ন পত্র বাছাই ৪ ও ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১২ মার্চ এবং ভোট গ্রহণ ২৯ মার্চ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, তফসিল ঘোষণার সাথে সাথে সকল প্রস্তুতি নেয়া হচ্চে। সকলের সহযোগিতায় দীর্ঘদিন পর এ উপজেলার ইউনিয়ন পরিষদ নিবাচন সুষ্ঠু ভাবে করার আশাবাদ ব্যক্ত করেছেন।
মামলা এবং আইনী জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ কারণে আটকে আছে উপজেলা পরিষদ নির্বাচনও।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হওয়ায় ভোটার এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।