সিলেটবৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভাষা দিবসে হিলালপুরে “আবেয়া খানম ব্রিলিয়্যান্স কেয়ারের আলোজনা সভা

Ruhul Amin
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোট: গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর আবাসিক এলাকার “আবেয়া খানম ব্রিলিয়্যান্স কেয়ারে ” মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা ২১ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ মি: পতাকা উওোলনের মাধ্যমে স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। তারপর প্রভাত ফেরী স্কুল থেকে গোলাপগনজ -জকিগনজ রোডের পাঁচমাইল প্রদিক্ষন করে আবার হিলালপুর পয়েন্ট থেকে আসার পথে প্রতিষ্টাতার কবর জিয়ারত করে স্কুলে এসে অনুষ্টান এর ২য় পর্ব শুরু হয়। আবেয়া খানম ব্রিলিয়্যান্স কেয়ারের পরিচালক হা: মাও: কাবিল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহিদ আহমদ চৌ: পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,হেফাজতে উম্মাহ ইউ,কে ও দারুর রাশাদ এর পরিচালক হা: মাও: সোলাইমান হুসাইন সাহেব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালাবাদ কলেজের প্রভাষক মহিউদ্দিন রাবিদ,বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক বিপ্লবী এম সাদিকুর রাহমান শেখ ছাদি ও উপস্তিত ছিলেন হলি আর্ট সেন্টারের পরিচালক জনাব আশফাক আহমদ,সহকারী শিক্ষক শচীন পাল রাহুল,সাব্বির আহমদ সাগর প্রমুখ।অনুষ্টানে ছিল ছোট সোনামণিদের  “যেমন খুশি তেমন সাজো” এবং “একুশে নাটক”।
 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাতৃভাষা আল্লাহর দান। মাতৃভাষা প্রতিটি মানুষের অধিকার। তাই বক্তারা সর্বস্তরে মাতৃভাষা চালুর দাবি জানান।