সিলেটরবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিসিক সহ সিলেটের ১৯টি আসনে জমিয়তের প্রার্থী যারা

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

 

Image may contain: 2 people, text
 

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিলেট বিভাগের কর্মীসম্মেলন গতকাল ২৪ ফেব্রুয়ারি শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সিলেট বিভাগের ১৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। প্রার্থীরা হচ্ছেন,সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হচ্ছেন মাওলানা খলিলুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনে সংসদ পদপ্রার্থীরা হচ্ছেন সিলেট-১ আসনে মাওলানা শায়খ আব্দুল আজিজ সিদ্দিকী, সিলেট-২ আসনে হাফিজ হোসাইন আহমদ, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে হাজী শামসুদ্দিন। সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে প্রিন্সিপাল মাওলানা আবদুল বছীর, সুনামগঞ্জ-৫ আসনে মাওলানা শায়খ আবদুল হান্নান। হবিগঞ্জ-১ আসনে মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুর রব ইউসুফী, হবিগঞ্জ-৩ আসনে হাফিজ মাওলানা তাফহিমুল হক, হবিগঞ্জ-৪ আসনে মাওলানা নূরুজ্জামান। মৌলভীবাজার-১ আসনে মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে মাওলানা আবদুল জব্বার, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরে আলম হামিদী। 
সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ছাড়াও অর্ধশত নেতা বক্তব্য রাখেন। 
সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামি, মাওলানা নাজমুল হাসান,মাওলানা ফজলুল করিম কাসেমী, সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, সমাজসেবা সম্পাদক আলহাজ্ব আতিকুজ্জামান, সহকারি সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, ইউরোপ জমিয়তের সহ সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, মাওলানা আব্দুল আজিজ সিদ্দীকি, ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, ইউরোপ জমিয়ত নেতা মাওলানা মামনুন মুহি উদ্দীন, ইউকে জমিয়ত নেতা মাওলানা নূরে আলম হামিদী, মাওলানা আবুল হাসান, মাওলানা মুদ্দাসির, মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, মাওলানা আব্দুর রব, চট্রগ্রাম জেলার সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ সন্দিপী, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন মনির, যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা জিয়উল হক কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি জাকির হোসাইন, মুফতি মনির হাসোইন,কেন্দ্রীয় অফিস সহকারী মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, যুব জমিয়ত কেন্দ্রীয় সভাপতি শারফুদ্দীন ইয়াহইয়া, সাধারণ সম্পাদক মুফতি গোলাম মওলা, যুব নেতা মুফতি আল আমীন কাসেমী,মাওলানা রুহুল আমীন নগরী,ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খাঁন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, আব্দুল ওহহাব হামিদী,জেলার যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সহ সম্পাদক নূর আহমদ কাসেমী, চট্টগ্রাম মহানগর সহ-সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছালিম কাসেমী, সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সামাদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা মুখতার আহমদ, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফেজ ত্বাহা হোসাইন, মৌলভীবাজার জেলার সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান, প্রবাসি জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দীন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিব্বীর আহমদ, ইউসুফ খাদিমানী,সিলেট সদর উপজেলার সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, কানাইঘাট জমিয়তের সভাপতি মাওলানা শফিকুল হক, সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল খালিক, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, গোলাপগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাহফুয আহমদ, জকিগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ ইমরান, দক্ষিণ সুরমার সভাপতি মাওলানা শরিফ আহমদ শাহান, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা জহির উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মুফতি আব্দুল মুছব্বির, সাধারণ সম্পাদক হাফেজ ফজল উদ্দীন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইমরান আহমদ, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীন প্রমুখ। প্রমুখ ।