সিলেটবৃহস্পতিবার , ১ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোটে সব দলকে আনতে ‘ভূমিকা রাখবে’ যুক্তরাষ্ট্র

Ruhul Amin
মার্চ ১, ২০১৮ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে জানিয়েছেন বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনের মার্কিন পণ্য ও সেবাসামগ্রী প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তোফায়েল। তবে যুক্তরাষ্ট্রের কী ভূমিকা থাকবে, সেটি বলেননি তিনি। এই আয়োজনে তোফায়েলের পাশাপাশি অতিথি হয়ে যান বার্নিকাটও। সেখানে তার সঙ্গে তোফায়েলের কথা হয়েছে।

২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিল। এ লক্ষ্যে দুই পক্ষকে সমঝোতায় আসতে চাপও দেয়া হয়। তবে সরকার সে চাপ উপেক্ষা করে নির্বাচন করে।

আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে- এমন প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, ‘ইউএসের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং তিনি এ ব্যাপারে রোল প্লে করবেন।’

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের ভোটে বর্জনের ‘ভুলের উপলব্ধি’ থেকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবে।’

‘বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করে উপলব্ধি করেছে এটা তাদের ভুল হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে এবং আমার দৃঢ় বিশ্বাস বিএনপিও অংশগ্রহণ করবে।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি। এখনও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি ছাড়েনি তারা। কিন্তু বিরোধী দলবিহীন নির্বাচন করে জাতীয় পার্টি এবং বিএনপি ক্ষমতায় টিকতে না পারলেও আওয়ামী লীগ মেয়াদ পূর্তির পথে। ফলে বিএনপির দাবির বিষয়টি এবারও পাত্তা দিচ্ছে না তারা।

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতে আপত্তি রয়েছে বিএনপির। সেক্ষেত্রে কী করার আছে- জানতে চাইলে তোফায়েল বলেন, ‘কারও যদি আপত্তি থাকে, তার আপত্তির কারণে সংবিধানের বাহিরে গিয়ে তো নির্বাচন হতে পারে না। আমরা তো কাউকে অ্যাসিউর করে এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারব না যে, আপনি ক্ষমতায় চলে যান। এটা তো হয় না। তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।’

‘যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারতসহ পৃথিবীর সমস্ত দেশেই ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হয়। সুতরাং বাংলাদেশেও তাই হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদাহরণ টেনে তোফায়েল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচন বারাক ওবামা ক্ষমতায় থেকেই দিয়েছেন। কিন্তু তার দল তো হেরেছে।’