সিলেটশুক্রবার , ২ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জনের মনোনয়নপত্র দাখিল

Ruhul Amin
মার্চ ২, ২০১৮ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে।
উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যানপদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৫১ জন সাধারণ সদস্যপদে ২৩৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ (ধানের শীষ) মাসার আহমদ শাহ (নৌকা), জয়ফুর রহমান পারভেজ (স্বতন্ত্র),মোঃ বদরুদ্দোজা(স্বতন্ত্র,) শেখ মোরশোদ আহমদ(লাঙল)। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২ জন, সাধারণ সদস্যপদে ৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মাইজগাঁও ইউ,পিতে চেয়ারম্যান পদে সুফিয়ানুল করিম চৌধুরী (ধানের শীষ),জুবেদ আহমদ চৌধুরী নৌকা) ও ইমরান আহমদ চৌধুরী (স্বতন্ত্র)। মাইজগাঁও ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন, সাধারণ সদস্যপদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ঘিলাছড়া ইউপিতে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ চৌধুরী বাবুল (স্বতন্ত্র), হাজী লেইছ চৌধুরী (নৌকা), সাবেক উপজেলা চেয়ারম্যান আপ্তাব আলী (ধানের শীষ),সেজিম রানা(স্বতন্ত্র),আব্দুল কাদির জিলা(স্বতন্ত্র),শামসুদ্দিন আহমেদ(স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন। ঘিলাছড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন, সাধারণ সদস্যপদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। উত্তর কুশিয়ারা ইউ,পিতে চেয়ারম্যানপদে-লুদু মিয়া(নৌকা), আহমদ জিলু(ধানের শীষ),সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (স্বতন্ত্র),আফতার আলী (স্বতন্ত্র),মোঃ বশারত আলী (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন, সাধারণ সদস্যপদে ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যানপদে জসিম উদ্দিন (নৌকা), হাজী এমরান উদ্দিন(ধানের শীষ), আতিকুর রহমান মিঠু (স্বতন্ত্র),মোঃ ওয়াদুদ (স্বতন্ত্র) সত্যকুমার বিশ্বাস(স্বতন্ত্র),সনজির আলী (স্বতন্ত্র)। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্যপদে ৯ জন,সাধারণ সদস্যপদে ৪১ মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসে ফেঞ্চুগঞ্জ ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এছাড়া, উপজেলা সমাজসেবা অফিসে উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মনোনয়নপত্র সমাজসেবা অফিসার মোঃ আবু সাঈদ ও উপজেলা শিক্ষা অফিসে শিক্ষা অফিসার মোঃ শফিক উদ্দিন ঘিলাছড়া ইউনিয়নের মনোনয়নপত্র গ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল বলেন, উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আগামী ২৯ শে মার্চ ফেঞ্চুুগঞ্জ উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।