সিলেটশুক্রবার , ২ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিজাব খোলার দায়ে ৬০,০০০ ডলার ক্ষতিপূরণ

Ruhul Amin
মার্চ ২, ২০১৮ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জোর করে হিজাব খুলে ফেলার এক মামলায় নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ তিন নারীকে ৬০ হাজার ডলার করে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। মামলার বাদী তিন তরুণী অভিযোগ করেছিলেন যে নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তারা সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন এবং ছবি তুলেছিলেন। পরে এক আইনি সমঝোতার আওতায় ক্ষতিপূরণ হিসেবে তাদের প্রত্যেককে উল্লিখিত অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি হয়েছে শহর কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বিবিসি বাংলা। ধখবরে বলা হয়, মামলাটির শুরু ২০১২ সালে। এক তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় পুলিশ তাকে আটক করে।

ব্রুকলিন পুলিশ প্রিসিংক্টে জনসমক্ষে তাকে হিজাব খুলতে বাধ্য করা হয় এবং ছবি তোলা হয়। ওই নারীর বিরুদ্ধে ফৌজদারি মামলাটি আগেই খারিজ হয়ে গিয়েছিল। কিন্তু হিজাব খোলার ব্যাপারে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটার পর এ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকে ৫ বছর ধরে ওই মামলাটি চলছিল। এরই মাঝে ২০১৫ সালে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে কর্মকর্তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে ধর্মীয় প্রয়োজনে যারা মাথা ঢেকে রাখেন, সেটা খুলে ফেলার ব্যাপারে নিয়মাবলী জারি করা হয়। এই মামলার বাদী পক্ষের উকিল তাহানি আবুশি বিবিসিকে বলেন, মামলাটি শুধু মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, অন্য যেসব ধর্মে মাথা ঢেকে রাখার রেওয়াজ আছে, তাদের জন্য এই মামলার রায় তাৎপর্যপূর্ণ।