সিলেটসোমবার , ৫ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১০ মার্চ বৃত্তি বিতরণী ॥ সংবাদ সম্মেলনে ঘোষণা

Ruhul Amin
মার্চ ৫, ২০১৮ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: এ বছর জগন্নাথপুর উপজেলার ৭শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেবে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। আগামী ১০ মার্চ এ বৃত্তি বিতরণী অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ট্রাস্টের জেনারেল মহিব চৌধুরী জানান, বৃত্তি বিতরণীতে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এম.পি ।
বিশেষ অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. এইচ. এম শাসসুদ্দিন চৌধুরী মানিক । এছাড়াও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অতিথি হিসেবে তাদের অনুষ্ঠানে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ বছর ধরে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উৎসাহ-শিক্ষার মান বৃদ্ধিসহ শিক্ষার প্রসারে বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও বৃত্তি প্রদান করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ট্রাস্টের চেয়ারম্যান এ আশিক চৌধুরী, ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব এম এ আহাদ, ট্রেজারার আলফাজুর রহমান জাকির এবং সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।