সিলেটসোমবার , ৫ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইত্তিফাকুল মাদারিসের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

Ruhul Amin
মার্চ ৫, ২০১৮ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট,ঢাকা প্রতিনিধি: ইত্তিফাকুল
মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের
সভাপতি মাওলানা মোস্তফা আজাদ রহ.
ইন্তিকাল করায় মাওলানা বাহাউদ্দীন
যাকারিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি
নির্বাচিত করা হয়েছে। ৩ মার্চ সকাল ৮ টায়
সংগঠনের কার্যনির্বাহী পরিষোদের সভা
ইত্তিফাকের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া
হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর
মিরপুরের সহসভাপতি, দারুস সালাম ফুরফুরা
শরীফ মাদরাসার মোহতামিম মাওলানা
আব্দুল কাইউম। সভায় উপস্থিত ছিলেন
ইত্তিফাকের সহসভাপতি মিরপুর মহিলা
মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল
কুদ্দুস,সহসভাপতি মাওলানা আব্দুল হাকিম,
সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব,
মাওলানা আবদুস সালাম, ইত্তিফাকের
পরীক্ষা নিয়ন্ত্রক, আরজাবাদ মাদরাসার
নাযিমে তালিমাত মাওলানা আব্দুল কুদ্দুস,
ইত্তিফাকির মহাসচিব মাওলানা লুকমান
মাযহারী, যুগ্ম মহাসচিব মাওলানা হামেদ
জাহেরী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল
করিম কাসেমী, অর্থসম্পাদক হামিউস
সুন্নাহ মাদরাসার মোহতামিম মাওলানা
আখতারুজ্জান, অফিস সম্পাদক ইলমুল এলাহী
মাদরাসার মোহতামিম মাওলানা নূর
মোহাম্মদ কাসেমী, মাওলানা রবিউল
ইসলাম, জামিউল উলুমের নাযেমে
তালিমাত মাওলানা আব্দুল আজিজ, বায়তুস
সালাম মাদরাসার মোহতামিম মাওলানা
সাইফুল ইসলাম, আফতাবউদ্দীন মাদরাসার
মোহতামিম মাওলানা ড. গোলাম রব্বানী,
আশরাফুল উলুম মাদরাসার মোহতামিম
মাওলানা ওয়াহিদুল যমান, জামিয়া
ফারুকিয়ার মোহতামিম মাওলানা আব্দুল
লতিফ ফারুকী, মাওলানা ফয়জুল্লাহ
আশরাফ, মাওলানা রবিউল ইসলাম প্রমূখ।
সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা
হয়। এর মধ্যে রয়েছে, চলতি শিক্ষাবর্ষের
মার্কাযী পরীক্ষা ১৫ এপ্রিল শুরু করে
২২এপ্রিল শেষ করা। এছাড়াও সভায়
সিলেটের জকিগঞ্জে দুসকৃতিকারীদের
হাতে মাদরাসার শিক্ষক, ছাত্র নিহত
হওয়া তীব্র নিন্দা জানান হয় এবং
অবিলম্বে ঘাতকদের গ্রফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
সভাশেষে মাওলানা মোস্তফা আজাদ,
মাওলানা আহমদুল্লাহ আশরাফ, বরগুনার
পীরসহ সিলেটের জৈন্তাপুর শহীদের
মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।