সিলেটবৃহস্পতিবার , ১৫ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল মাদানী ছাত্র পরিষদ সিলেট’র কাউন্সিল অধিবেশন সম্পন্ন

Ruhul Amin
মার্চ ১৫, ২০১৮ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক প্রভাত বেলার সিনিয়র সাব এডিটর মাওলানা ইকবাল হাসান জাহিদ বলেছেন, ছাত্ররাই আগামী দিনের কর্ণধার। আজ আল মাদানি ছাত্র পরিষদের এই প্লাটফর্ম চাইলে এখান থেকে অনেক প্রতিভা তৈরি করে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারে। সমাজের মানুষকে আলোকিত করার জন্য এ সকল ছাত্রদের ভূমিকা অগ্রগণ্য। তাই এই সংগঠন শুধুমাত্র নাম নির্ভর আর ব্যানার সর্বস্ব না হয়ে কর্মমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে যেনো সমাজের প্রতিটি স্তরে খেদমত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল মাদানি ছাত্র পরিষদের পথচলা যেনো আরো মসৃণ হয়। ছাত্র সমাজের উন্নয়নে যেনো আরো বেশি ভূমিকা রাখতে পারে। তিনি ১৫ মার্চ বৃহস্পতিবার বাদ আছর সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালের ক্যান্টিন হল রুমে আল মাদানি ছাত্র পরিষদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আল মাদানি ছাত্র পরিষদের সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান হাতিমীর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকে’র ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলওয়ার হোসেন সজীব, মাওলানা কুতুব উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি হাফিজ মাওলানা জাবের আহমদ, হাফিজ জাকারিয়া সালমান, হাফিজ আবু মারজান নোমানী, হাফিজ নূরুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ রুম্মান, মোঃ ছালিম আহমদ, মাওলানা হেলাল আহমদ প্রমুখ। কাউন্সিল অধিবেশনে পুনরায় হাফিজ আব্দুস সালামকে সভাপতি ও আতিকুর রহমান হাতিমীকে সাধারণ সম্পাদক ও আবু মারজান নোমানীকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।