সিলেটশুক্রবার , ১৬ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

Ruhul Amin
মার্চ ১৬, ২০১৮ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল সংবাদদাতা :
বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) শুধু নিজেদের জন্য কাজ করছে না তারা সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের স¤পদ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসাইন এক সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন দিন রাত পরিশ্রম করে বনে জঙ্গলে বিজিবির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। শ্রীমঙ্গলের সীমান্ত এলাকায় প্রতিনিয়ত বিজিবির টহল রয়েছে। সীমান্ত দিয়ে চোরাকারবারী ঠেকাতে বিজিবি সদস্যরা রাতে দিনে ২৪ ঘন্টা তাদের ফোর্স কাজ করে যাচ্ছে। চোরাকারবারী বন্ধ করতে আমাদের টহল অব্যাহত থাকবে।

সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসাইন বলেন শ্রীমঙ্গলের মানুষ খুব শান্তি প্রিয়। শ্রীমঙ্গলকে সুন্দর ও শান্তি রাখতে সকল শ্রেণি পেশার মানুষ কাজ করে যাচ্ছে। তিনি সর্বস্তরের মানুষের কাছে পরামর্শ ও সহায়তা চান। এবং সীমান্ত দিয়ে যেন চোরাকারবারী না হয় সেজন্য সকলের সহযোগীতা চেয়েছেন।