সিলেটবৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বীরাঙ্গনা কাঁকন বিবি আর নেই

Ruhul Amin
মার্চ ২২, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

বীরাঙ্গনা কাঁকন বিবি ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। বুধবার রাত  ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার জামাতা ইসমাইল মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশ’ বছরেরও উপরে।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন কাঁকন বিবি। এ অবস্থায় গত সোমবার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে তার লাশ দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ঝিগারগাঁও গ্রামে তার লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।
এর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত বছরের ১৬ জুলাই থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন কাঁকন বিবি। অবস্থার উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে চলে যান।
১৯৭১ সালে কাঁকন বিবি তিন মাসের কন্যা সন্তান সখিনাকে রেখে যুদ্ধে চলে যান। মুক্তিযোদ্ধাদের গুপ্তচর হিসেবে কাজ করতে গিয়ে তিনি রাজাকারদের হাতে শ্লীলতাহানির শিকার হন। তিনি কেবল মুক্তিবাহিনীর গুপ্তচর হিসেবেই কাজ করেননি, সেই সঙ্গে সম্মুখযুদ্ধেও অংশ নেন।