সিলেটসোমবার , ৯ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

Ruhul Amin
এপ্রিল ৯, ২০১৮ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে এবং ঢাকায় বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দিনব্যাপী ছাত্র ধর্মঘট ডেকেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলাচল বন্ধ করে দেন তারা। পরবর্তীতে সকাল সাড়ে ৭টায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আন্দোলনকারীদের বাধা দেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বর্জনের আহ্বান জানিয়ে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবস্থানে বাধা প্রদান করছে। এদিকে, অনেক বিভাগেই ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালেই বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে।