সিলেটসোমবার , ৯ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে বোরো ধান কাটা শুরু

Ruhul Amin
এপ্রিল ৯, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

কামরুল ইসলাম মাহি/ আসাদ চৌধুরী: সুনামগঞ্জেরর জগন্নাথপুরের দ্বিতীয় বৃহৎ মইয়ার হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ঝিলিক। স্বপ্নের লালিত ফসল গোলায় তোলতে ব্যস্ত এখন কৃষক পরিবার। রোববার (৮ এপ্রিল) মইয়ার হাওর কৃষকদের ধান কাটার দৃশ্যে দেখা গেছে।স্থানীয় কৃষকরা জানান, দুই বছরের ফসলহারা কৃষকরা এখন ফসল ধানক্ষেত্রের পাকা ফসল কর্তনে ব্যস্ত হয়ে পড়েছেন। ধান কাটা, ধান মাড়াই, ধান শুকানো এসব কাজে কৃষককৃষাণী ও তাদের পরিবারের ছোড় বড় সবাই গোলায় ধান তুলতে সর্বাক্ষণিক কাজ করছেন আনন্দ খুশিতে। চার-পাঁচ দিন আগ থেকে ধান কাটা শুরু হয়েছে এ হাওরে। আরও দশ বারো দিনের মধ্যেই পুরো হাওরের ধানকাটা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
এদিকে শিশু সন্তানরাও ধানক্ষেত্রে সহযোগিতা করছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকলেও শিলাবৃষ্টির ভয় রয়েছে। তাই পাকাধান কোনভাবে হারাতে রাজি নয় কৃষকরা। পর্যাপ্ত পরিমাণে ধান কাটার শ্রমিক না থাকায় ৫-৬জন শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে ক্ষেতের ধান কাটছেন ভবানীপুর গ্রামের কৃষকমোহাম্মদ তাজ উল্লা (৪০)।

তিনি বলেন, অকাল বন্যায় ও শিলাবৃষ্টির তান্ডবে টানা দুই বছর ফসল এক ছটাকও পাইনি। এবার ১৬ কেদার জমিতে বোরো আবাদ করেছি। সব ফসলই পেকে গেছে। তাই পরিবারের লোকজন নিয়ে ধান কাটা শুরু করেছি। দুই বছর পর ফসল দেখে খুশি লাগছে। গত দুই বছর কষ্টার্জিত ফসল হারিয়ে কৃষকদের মধ্যে এ সময় হাহাকার ছিল। নিশেহারা হয়ে পড়েন কৃষকরা। শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে আবারও চাষাবাদ শুরু করেন তারা।
কৃষক উস্তার উল্লাহ (৫০) বলেন, গত বছর ২৫ কেদারা জমিতে আবাদ করেছিলাম। বন্যার পানিতে বিনষ্ট হয়ে যায় সব ফসল। শত কষ্টের পরও আবার আবাদ শুরু করি। এখন পাকা ধান কর্তন করতে পারায় সকল কষ্ট যেন হারিয়ে গেছে।

উল্লেখ্য, এবার উপজেলার নলুয়া, মইয়া, পিংলাসহ ছোট বড় ১৫টি হাওরের প্রায় ২৫ হাজার হেক্টর বোরো ফসলের চাষাবাদের আওতায় আনা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।