সিলেটবুধবার , ১১ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

Ruhul Amin
এপ্রিল ১১, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার  (১১ দুপুরে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলা মীরপুর ইউনিয়নের শ্রীরামসি আব্দল্লাহপুর গ্রামের আদরিছ মিয়ার পুত্র সুহেল মিয়া (২৩) ও দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নের দিগারকান্দি গ্রামের মনাফ মিয়ার পুত্র ঝালু মিয়া (৪৫)।

সুহেল মিয়া সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা অনার্স শেষ বর্ষের ছাত্র। ঝালু মিয়া পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টিপাতের সময় বাড়ির আঙিনায় দাড়িয়ে থাকা শ্রীরামসি আব্দল্লাহপুর গ্রামের সুহেল মিয়া (২৩) ব্রজপাতের শিকার হন। তাৎক্ষণিকভাবে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে প্রায় একই সময়ে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দিগার হাওরের জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন কৃষক ঝালু মিয়া। তাকে পার্শবর্তী ছাতক উপজেলা কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিয়ার উদ্দিন ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।