সিলেটবৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লেখালেখির যোগ্যতাও অর্জন করতে হবে : মাওলানা শরীফ মুহাম্মদ।

Ruhul Amin
এপ্রিল ১২, ২০১৮ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

উবায়দুল্লাহ সাআদ: পড়ালেখার মৌলিক যোগ্যতা অর্জনের পাশাপাশি বিশুদ্ধ কথা বলা ও লেখালেখির যোগ্যতাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড দাওয়াহ’র পরিচালক মাওলানা শরীফ মুহাম্মদ

বুধবার পড়ন্ত বিকালে ময়মনসিংহের মুক্তাগাছায় জামিয়া আরাবিয়া মিছবাহুল উলুম লক্ষীখোলা মাদরাসায় ছাত্রদের তরবিয়তি বৈঠকে মাওলানা শরীফ মুহাম্মদ এ আহবান জানান।

জামিয়া আরাবিয়া মিছবাহুল উলুম লক্ষীখোলা মাদরাসার প্রিন্সিপাল লেখক, গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাওলানা শরীফ মুহাম্মদ আরো বলেন, তালেবে ইলম যদি যথাযথভাবে সময়ের মূল্য দেয় তাহলে পূরণ হবে আগামীর শূন্যস্থান৷ দীনি কাজে নানামুখী শূন্যতা পূরণে তালেবে ইলমকে  অবশ্যই সময়কে গুরুত্ব দিতে হবে৷ পড়ালেখায় আরও মনযোগী হতে হবে৷

তিনি মুফতি ফজলুল হক আমিনী রহ. এর মনোযোগ ও গভীর অধ্যয়ন বিষয়েও কথা বলেন৷

পরে অনুষ্ঠান শেষে মাওলানা শরীফ মুহাম্মদ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে ছাত্রদের নানা প্রশ্নের উত্তর দেন।