সিলেটবৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে অটোরিকশা শ্রমিক সংঘর্ষে আহত ২৫

Ruhul Amin
এপ্রিল ১২, ২০১৮ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট: সিলেটের বিয়ানবাজারের চারখাই ইউনিয়নে অটোরিকশা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের গাছতলা এলাকায় রামদা বাজার ও চারখাই বাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে চারখাই ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে বিয়ানীবাজার থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ কারণে সিলেট-বিয়ানীবাজার ও সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটে ভোগান্তিতে পাড়ে যাত্রী সাধারণ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, স্ট্যান্ডের চাঁদা তুলা ও সিএনজি অটোরিকশা চলাচলের জটিলতা নিয়ে শ্রমিকরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।