সিলেটশনিবার , ১৪ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিশিষ্ট আলেম আল্লামা সালেম কাসেমীর ইন্তেকাল

Ruhul Amin
এপ্রিল ১৪, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল হক,সিলেট রিপোর্ট প্রতিনিধি-দেওবন্দ: উপমহাদেশের বিশিষ্ট আলেম হাকিমুল ইসলাম মাওলানা ক্বারী তৈয়ব সাহেব রহ. এর সাহেবজাদা, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সহ-সভাপতি ও দারুল উলুম ওয়াকফ দেওবন্দের মুহতামিম ও শাইখুস হাদিস আল্লামা সালেম কাসেমী আর নেই। তিনি আজ শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩ টায় দেওবন্দস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আল্লামা সালেম কাসেমি বেশ কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ ছিলেন৷ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়৷ কিছুদিন ভর্তি থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি দেখা দেয়৷ ফলে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পরে গতকাল থেকে তার অবস্থা আবার উদ্বেগজনক হয়ে পড়ে। হুজ্জাতুল ইসলাম একাডেমির চেয়ারম্যান মাওলানা ডা. শাকিব কাসেমি জানান, তিনি আজ থেকে পাঁচ দিন পূর্বে হাসপাতাল থেকে রিলিজ হন৷ তখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিলো। কিন্তু গতকাল থেকে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই দম আটকে যাচ্ছিল তার৷ নিশ্বাস নিতে কস্ট হচ্ছিল খুব। এক পর্যায়ে এই শ্বাস কষ্টেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান৷

আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উস্তাদগণ, মূল দেওবন্দের উস্তাদগণজিমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানীসহ ভারতের বহু উলামায়ে কেরাম৷ শোক প্রকাশ করেছেন এলাকাবাসী ও আমজনতা৷ তার মৃত্যুকে ভেঙ্গে পড়েছে এলাকাবাসীসহ আশ-পাশের সকল মাদরাসার উস্তাদ-ছাত্ররা৷ অসংখ্যা ভক্তবৃন্দ ও আলেম উলামা তার বাসভবনে ভীড়ও জমিয়েছেন শেষ বারের মতো তাকে এক নজর দেখতে৷ ইতিমধ্যে দেওবন্দের কাসেমী মাকবারায় তার দাফন কার্য সম্পাদেনর জন্য স্থানও নির্ধারিত করেছেন মাকবারায়ে কাসেমীর যিম্মাদারগণ৷ কবর খননের কাজও শুরু করেছেন উলামা-তলাবারা৷পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ রাত ১০টায় মরহুমের জানাযা আদায় করা হবে দারুল উলুম দেওবন্দের এহাতায়ে মুলসরীতে৷

জমিয়তের শোক

এদিকে আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।