সিলেটরবিবার , ৬ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী মাদরাসার ‘ফেসবুক পেইজ’ উদ্বোধন করলেন আল্লামা শফী

Ruhul Amin
মে ৬, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

উপমহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেইজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। গতকাল ৪ মে (শুক্রবার) বিকেল ৫টায় জামেয়ার মহাপরিচালকের কার্যালয়ে ‘দারুল উলুম হাটহাজারী’ নামক ফেসবুক পেইজটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমান সময়ে সবচে’ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে। পৃথিবীর কোটি-কোটি মানুষ ফেসবুকের মাধ্যমে খবর আদান-প্রদান করছে। বাংলাদেশেও ৩ কোটির বেশি জনগণের ফেসবুক একাউন্ট রয়েছে”।

আল্লামা আহমদ শফী আরো বলেন, দারুল উলুম হাটহাজারী বিশ্বের অন্যতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। জামেয়ার দৈনন্দিন কার্যক্রম, ধর্মীয় দিকনির্দেশনা ও জীবন জিজ্ঞাসার সমাধান বহুল প্রচারের কথা বিবেচনায় রেখে ‘দারুল উলূম হাটহাজারী’ নামে পেইজটি চালু করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামেয়ার সহকারী শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা সরওয়ার কামাল, মাওলানা ইবরাহীম খলীল সিকদারসহ জামেয়ার বিভিন্ন শ্রেণিকক্ষের দারুল উলুম হাটহাজারী পেজের সংবাদদাতাবৃন্দ।