সিলেটরবিবার , ৬ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় পবিত্র ওমরাহ পালনের সুযোগ

Ruhul Amin
মে ৬, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরব থেকে রেজওয়ান আহমদ,সিলেট রিপোর্ট: হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় পবিত্র ওমরাহ পালনের পুরস্কার পেয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ’র শিশু হাফিজ যুবায়ের অাহমদ । জানাগেছে, ময়মনসিংহ জেলা ভিত্তিক হিফজ প্রতিযোগিতায় তালীমু-ত্তাহফিজ মাদরাসার ছাত্র হাফিজ যুবায়ের অাহমদ প্রথম স্থান অর্জন করায় পুরস্কার স্বরুপ তাকে ওমরাহ পলনের ব্যবস্থা করেদেয় হয়েছে। হাফিজ যুবায়ের অাহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের অাস্তমা গ্রামের মাওলানা কারী নুরুল অামিন সাহেবের ছোট ছেলে । বর্তমানে তারা সদরপুর বসবাস করছেন। নিজ এলাকার শিশু এতবড় একটা সুযোগ পেয়েছে তাকে দেখা এবং উৎসাহ দেয়ার জন্য
অাজ “হারাম শরীফে” জুম’অার নামাজ অাদায় করে তার সাথে দেখা করলাম। সে অত্যান্ত অানন্দিত হলো এবং তাদের হোটেলে নিয়ে গেল অামাদেরকে।
অামার সাথে ছিলেন বন্ধু অাশরাফুল ইসলাম । হোটেলে গিয়ে দেখা হলে অন্যান্য জেলার বিজয়ী হফেজদের সাথে।
জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ’র শিক্ষিক হাফিজ জাকির হোসাইন সাহেবর সাথে তার দুজন ছাত্র নূরুল্লাহ সদী ও মাজলিসুল কারীম।
ছোট ছোট মেধাবী ও সৌভাগ্যবান ক্ষুদে হাফিজদের দেখে মনটা অানন্দে ভরপুর হয়েগেছে ।