সিলেট রিপোট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

পরীক্ষায় সার্বিক ফলাফলে পিছিয়ে আছে চায়ের দেশ মৌলভীবাজার। এরপরে আছে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে বরাবরের মতো সবচেয়ে বেশি পাসের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে সিলেট জেলা।

পাসের হারে দিক থেকে মৌলভীবাজারে ৬৬ দশমিক ৯৯ শতাংশ, সুনামগঞ্জে ৬৮ দশমিক ৫৩, হবিগঞ্জে ৭০ দশমিক ৩৪ শতাংশ এবং সিলেটে ৭৩ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

জিপিএ ৫ এর দিক থেকেও সিলেট জেলা এগিয়ে। মোট ১ হাজার ৬শ’ ৬১ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়া মৌলভীবাজারে ৬শ’ ৭২, হবিগঞ্জে ৪শ’ ৮৯ এবং সুনামগঞ্জে ৩শ’ ৬৯জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এ বছর সিলেটে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ। ফলে এবার কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ।

গতবারের তুলনায় এবার ৫৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন। এ বছর সিলেটে ১ লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন।