সিলেটসোমবার , ৭ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপ জমিয়তের কাউন্সিল সম্পন্ন, মুফতি আব্দুল হান্নান সভাপতি, মাওসুফ মহাসচিব নির্বাচিত

Ruhul Amin
মে ৭, ২০১৮ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ইউরোপ প্রতিনিধি:  ইউরোপের উলামায়ে কেরামের সর্ববৃহত সংগঠন ”জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের ত্রি র্বাষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে মুফতি আব্দুল হান্নান সভাপতি, এবং মুফতি মাওসুফ আহমদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত ৬ মে রোববার বিকেলে লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক কাউন্সিলরদের ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়। কাউন্সিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ জনের একটি নির্বাচনী কমিশন দায়িত্ব পালন করেন। প্রধান কমিশন মাও. হাফিজ শামসুল হক সাহেব এবং তাঁর সঙ্গে ছিলেন মাও. শায়খ মোস্তফা আহমদ, মাও. এখলাসুর রহমান ও মাও. আবদুল গফফার। অনুষ্ঠানে বিদায়ী মহাসচিব মাও. সৈয়দ মোশাররফ আলী এবং বিগত কমিটির ট্রেজারার মাও. জসিম উদ্দিন রিপোর্ট পেশ করেন । মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাও. শাহীনুর পাশা চৌধুরী, আলহাজ্ব শামসুদ্দিন বানিগ্রামী, মাও. গোলাম কিবরিয়া, মাও. মামনুন মুহিউদ্দীন প্রমুখ। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে জমিয়ত কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।