সিলেটমঙ্গলবার , ৮ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেফাকের খাসকমিটিতে ৩ সদস্যের অন্তর্ভূক্তি

Ruhul Amin
মে ৮, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

দেশের সর্ববৃহত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে খাস কমিটি পূনর্গঠনসহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

সোমবার (৭ মে) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে সকাল ১০ টায় শুরু হয় আমেলার বৈঠক।

এতে সভাপতিত্ব করেন বেফাকের চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

বৈঠকে বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসসহ মজলিসে আমেলার প্রায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, মজলিসে আমেলায় নতুন করে ৩৮ জন সদস্য অন্তর্ভূক্ত হয়েছেন। এছাড়া খাস কমিটিতে যুক্ত হয়েছেন তিন জন। এর ফলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। আর খাস কমিটি ১৭ সদস্যের।

জানা যায়, খাস কমিটিতে ১৪ থেকে ১৭ জন করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছেন হাটহাজারী মাদরসায় নতুন যোগ দেয়া মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মোমেনশাহী বড় মসজিদের ইমাম ও মাদরাসা ফয়জুর রহমানের মুহতামিম মাওলানা আবদুল হক এবং আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

বৈঠক সূত্র জানিয়েছে, আমেলা ও খাস কমিটিতে লোক অন্তর্ভূক্ত করা ছাড়াও বেফাকে জনবল নিয়োগ কমিটি নামে একটি কমিটি করা হয়। যারা প্রতিষ্ঠানটিতে জনবল নিয়োগ ও ছাটাই সংক্রান্ত বিষয় দেখভাল করবে।

এছাড়া বৈঠকে ইফতা বিভাগের [উচ্চতর গবেষণা বিভাগ] পরীক্ষার বিষয়ে আলোচনা হয়। আগামী বছর থেকে ইফতার পরীক্ষা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত দায় দায়িত্ব দেয়া হয় বেফাকের পরীক্ষা বিভাগের উপর।

বৈঠকে উল্লেখিত বিষয় ছাড়াও দাওয়াত ও তাবলিগের চলমান সঙ্কট নিয়ে আলোচনা হয়।