সিলেটমঙ্গলবার , ১৫ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়: ইসি

Ruhul Amin
মে ১৫, ২০১৮ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির করা অভিযোগ সুনির্দিষ্ট নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়।  যাদেরকে বের করে দেয়া হয়েছে, তারা এজেন্ট কি না সেটাও দেখার বিষয়। পরিচয়পত্র না থাকলে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কেন্দ্র বন্ধ হয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা।

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে বলেও আশাপ্রকাশ করেন এই নির্ভাচন কমিশনার।

ইসির মনিটরিং সেল থেকে জানা যায়, খুলনায় ২২২ নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।