সিলেটবুধবার , ২৩ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেওবন্দে পড়ার দাবির পদ্ধতি নিয়ে ভিন্নমত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার

Ruhul Amin
মে ২৩, ২০১৮ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাইনুদ্দীন মানিক,সিলেট রিপোর্ট: বাংলাদেশের কওমি শিক্ষার্থীদের ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় বৈধভাবে পড়তে যাওয়ার সুযোগ দেয়ার দাবিতে সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কওমি ছাত্র শিক্ষক পরিষদ। এ দাবি আদায়ে আগামী ২৭ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানেরও উদ্যোগ নিয়েছে সংগঠনটির নেতৃবন্দ। গণমাধ্যমে এ সংবাদ প্রচার হওয়ার পরই এ দাবি আদায়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কওমি অঙ্গনেরই একটি মহল। সোশ্যাল মিডিয়ায় কওমি মাদরাসার এক শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা এ দাবি আদায়ের পদ্ধতি নিয়ে সমালোচনা করছেন। তাদের দাবি, দারুল উলূম দেওবন্দে পড়তে যাওয়ার সুযোগের বিষয়টি বাংলাদেশ সরকারের হাতে নেই।
মানববন্ধন বা স্মারকলিপি প্রদান এ দাবি আদায়ের কার্যকর কোনো পন্থাও নয়।
একমাত্র দারুল উলূম দেওবন্দ ও ভারত সরকারের হাতেই বিষয়টি রয়েছে। এরসঙ্গে বাংলাদেশ সরকারের জড়িত থাকার বিষয়টি গৌণ।
এ বিষয়টি নিয়ে রাজধানী মিরপুরের জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল ,মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমি রহঃ সুযোগ্স বড় সাহেবজাদা ও দারুল উলূম দেওবন্দের সাবেক শিক্ষার্থী মাওলানা_বাহাউদ্দীন_যাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরাও চাই বাংলাদেশি শিক্ষার্থীরা যেন দেওবন্দে পড়তে যাওয়ার সুযোগ পায়। তবে এ দাবি আদায়টি রাজপথে আন্দোলনের বিষয় নয়। এ দাবির সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই; দাবি আদায়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। যারা আন্দোলন করছে তারা বাংলাদেশের শীর্ষ আলেম উলামা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া কিংবা কওমি মাদরাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলইয়ার মাধ্যমে দারুল উলূম দেওবন্দের সঙ্গে যোগাযোগ করতে পারে।  মূলত দারুল উলূম দেওবন্দ উদ্যোগ নিলেই এ দাবি আদায় সহজ হবে।